YOUR CART
- No products in the cart.
ফেসবুকে তোমার ছবিতে আমি লাভরিয়েক্ট ♥ দিলাম
পরেরদিন তুমি আমার ছবিতে ♥♥ ।
আমি তোমাকে কন্ডমের বিজ্ঞাপনে ট্যাগ দিতাম
তুমি খুউউব লজ্জা পেতে।
একদিন তুমি হেরে গেলা, আর কন্ডম জয়ী হলো
তোমার সকল আড়ষ্টতা, ভয়, লজ্জা ভেঙ্গে গেলো।
২৮নং কন্ডম কেনার একমাস পর তুমি জানালে
আমার ফার্মেসীতে যেতে হবে, কিন্তু কন্ডমের জন্য নয়
তোমার প্রেগন্যান্সী টেস্ট প্রয়োজন।
তুমি আংশিক মা হলে, আর আমরা খুনী হলাম
আমার ক’জন বন্ধু আর তোমার প্রিয় বান্ধবী সহ হসপিটালের দু’জন।
৫৯নং কন্ডম কেনার পরেরদিন আমাদের ব্রেকাপ হলো
কেননা, আমার জন্য ৫৯নং কন্ডম তোমার জন্য ৬৯নং কন্ডম ছিলো !
বাকি ১০টি কন্ডমের কোনো হিসাব তুমি আমাকে দিতে পারোনি
আর এমন সুযোগ আমিও হাতছাড়া করিনি !
তোমার কন্ডমের সেঞ্চুরি পূর্ণ হলো
আমি আপাতত ৫৯নং এ আটকে আছি , আর ৫৯নং থেকে বেরুনোর ফাঁদ পাতছি !
আমি যেদিন ৮২নং কন্ডম কিনতে গেলাম
সেদিন ফেসবুক মারফত তোমার বিবাহের সংবাদ পেলাম
ততদিনে অবশ্য তোমার ১৯৭নং কন্ডম পেরিয়ে গেছে।
তোমার বর তোমাকে কন্ডমের বিজ্ঞাপন দেখাতো
আর তুমি খুউউউব লজ্জা পেতে !
তোমার বর তার জীবনের প্রথম কন্ডম কিনতে গেলো
তার চোখে মুখে স্বপ্নের ঝিলিক !
আর আমি শততম।
An overall generalist and tolerant person. Director of many futuristic megazic pieces of art. A covert observer and analyzer. A family-oriented person. Shahria loves to criticize the traditional norms logically.