YOUR CART
- No products in the cart.
ইয়াসমিনের চলে যেতে হচ্ছে
বালকটির হাত ধরে
কিন্তু তাদের ছায়ায় মাত্র একজন মানুষের প্রতিকৃতি।
ইয়াসমিনের ফিরে আসতে হচ্ছে
বালিকটির হাত ছেড়ে
কিন্তু তার ছায়ায় এখন দুইজন মানুষের প্রতিকৃতি।
ইয়াসমিন ঘরে ফিরে এসেছে
মায়ের হাত ছেড়ে আসলেন কবরে
কিন্তু তার ছায়ায় এখন তিনজন মানুষের প্রতিকৃতি।
ইয়াসমিন তার বাবাকে দেখেনি
শুধু দেখেছে
তার মায়ের ছায়ায় দুইজন মানুষের প্রতিকৃতি।
ইয়াসমিন সমাজ ছেড়ে উধাও হয়েছে
তার ছায়ায় এখন প্রতিদিন অসংখ্য মানুষের প্রতিকৃতি
কিন্তু তার ভাবনা জুড়ে এখনো সেই তিনজন মানুষের-ই প্রতিকৃতি।
ইয়াসমিনরা এখন কেমন আছে?
আমার জানামতে তাদের আমরা সমাজে ফিরে আসা নিষিদ্ধ করে দিয়েছি।
কিন্তু ইয়াসমিনরা ফিরে আসেই
তাদের প্রতিকৃতি হয়ে, প্রতিদিন, প্রতিঘন্টায়।
An overall generalist and tolerant person. Director of many futuristic megazic pieces of art. A covert observer and analyzer. A family-oriented person. Shahria loves to criticize the traditional norms logically.